Lyrics

মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ কি আর এমনি বটে যার চরণে জগত লুটে? এই না পঞ্চ ভূতের ঘটে খেলিতেছে নিরাঞ্জন ১৪ তালার উপরে দালান তার ভিতরে ফুলের বাগান ১৪ তালার উপরে দালান তার ভিতরে ফুলের বাগান লাইলী আর মজনু দেওয়ান সুখেই করে যে আসন লাইলী আর মজনু দেওয়ান সুখেই করে যে আসন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন দুই ধারে দুই কঠোরা হায়াত-মওত মাইঝখানে ভরা সময় থাকতে খুঁজবে ত্বরা নিকটেতে কাল সমন সোনার পুরী আন্ধার করে যেদিন পাখি যাবে উড়ে সোনার পুরী আন্ধার করে যেদিন পাখি যাবে উড়ে শূন্য খাঁচা থাকবে পড়ে কে করবে আর কার যতন? শূন্য খাঁচা থাকবে পড়ে কে করবে আর কার যতন? মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন তালাশে খালাস মেলে তালাশ কর রঙমহলে উঠিয়া হাবলঙের কূলে চেয়ে থাকব সর্বক্ষণ দেখিবে হাবলঙের কূলে দুই দিকেতে অগ্নি জ্বলে দেখিবে হাবলঙের কূলে দুই দিকেতে অগ্নি জ্বলে ভেবে রশিদউদ্দিন বলে চমকিছে স্বর্ণের মতন ভেবে রশিদউদ্দিন বলে চমকিছে স্বর্ণের মতন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন মানুষ ধরো, মানুষ ভজো শোন বলি রে, পাগল মন
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out