Listen to Aaj Jyotsnaraate Sobai by Sagar Sen

Aaj Jyotsnaraate Sobai

Sagar Sen

Indian Folk

16 Shazams

Lyrics

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে যাব না যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায় এই নিরালায় রব আপন কোণে যাব না এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে আমারে যে জাগতে হবে কী জানি সে আসবে কবে আমারে যে জাগতে হবে কী জানি সে আসবে কবে যদি আমায় যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out