Lyrics

কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল কোথা সে পথের শেষ কোন সুদূরের দেশ সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা তোমার লগন যায় সে কখন, মালা গেঁথে আমি রই একা বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা তোমার লগন যায় সে কখন, মালা গেঁথে আমি রই একা "এসো এসো এসো," আঁখি কয় কেঁদে তৃষিত বক্ষ বলে, "রাখি বেঁধে' যেতে যেতে, ওগো প্রিয়, কিছু ফেলে রেখে দিয়ো ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out