Lyrics

গিরি, এ কি তব বিবেচনা গিরি, এ কি তব বিবেচনা গেল সোম-বচ্ছর হয় না অবসর গেল সোম-বচ্ছর হয় না অবসর গৌরী আনার কথা মনে তো হলো না এ কি তব বিবেচনা গিরি, এ কি তব বিবেচনা রাজার মেয়ে উমা, জামাই ভিখারি লোকমুখে শুনি, সদা দুখে মরি রাজার মেয়ে উমা, জামাই ভিখারি লোকমুখে শুনি, সদা দুখে মরি আবার নাকি শিব, ত্রিশুল-ডমরুধারী আবার নাকি শিব, ত্রিশুল-ডমরুধারী শ্মশানাধিকারী ঘরে থাকে না, থাকে না, থাকে না এ কি তব বিবেচনা গিরি, এ কি তব বিবেচনা গায়ে মাখে ছাই, উমারে মাখায় সিদ্ধি ঘটে খায়, বলদে চরায় মরণ নাই শিবের, নাম মৃত্যুঞ্জয় মরণ নাই শিবের, নাম মৃত্যুঞ্জয় পাষাণ এ হৃদয় বাঁচে না, বাঁচে না, বাঁচে না এ কি তব বিবেচনা গিরি, এ কি তব বিবেচনা
Writer(s): Traditional Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out