Lyrics

আমায় থাকতে দে আমায় থাকতে দে-না আমায় থাকতে দে আমায় থাকতে দে-না আপন-মনে আমায় থাকতে দে আমায় থাকতে দে-না সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে, আপন-মনে থাকতে দে আমায় থাকতে দে-না কথার পাকে, কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে, আপন-মনে থাকতে দে, আমায় থাকতে দে-না এই-যে ব্যথার রতনখানি আমার বুকে দিল আনি এই-যে ব্যথার রতনখানি এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে নয়নজলে সামনে দাঁড়াই তারে সাজাই তারি ধনে, আপন-মনে থাকতে দে আমায় থাকতে দে-না আপন-মনে আমায় থাকতে দে আমায় থাকতে দে-না
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out