Lyrics

আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী, সোহাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী, সোহাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী বৈরাগীকে বললাম আমি ফুলের মুখে দিও না কালি বৈরাগীকে বললাম আমি ফুলের মুখে দিও না কালি ও তার মাথায় জটা, হাতে লোটা আবার কপালেতে তিলকের ফোঁটা আবার গাও-গেরামে ঘোরে ব্যাটা সাজিয়ে ব্রহ্মচারী, ব্রহ্মচারী, ব্রহ্মচারী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আঁচল দিয়ে ঘিরে রাখলাম চোরে নেওয়ার ডরে কেমন করে পড়লো সে লাউ বৈরাগীর নজরে ও লাউ বৈরাগীর নজরে আবার হরণ করে নিতে চায় সে ও লাউ হরণ করে নিতে চায় সে বানাইতে তার ডুগডুগি, ডুগডুগি আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী বৈরাগীকে বললাম আমি কুলের মুখে দিও না কালি বৈরাগীকে বললাম আমি কুলের মুখে দিও না কালি ও তার মাথায় জটা, হাতে লোটা আবার কপালেতে তিলকের ফোঁটা আবার গাও-গেরামে ঘোরে ব্যাটা সাজিয়ে ব্রহ্মচারী, ব্রহ্মচারী, ব্রহ্মচারী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী এই লাউয়েতে হয় না একতারা ও মন রে হয় না দোতারা দুই তারের এক সুর ধরে সে বানায় একতারে মন রে, বানায় একতারে সাধক ওয়াহেদ বলে লাউয়ের জন্য সাধক ওয়াহেদ বলে লাউয়ের জন্য কতজন হয় ঘর ত্যাগী, ঘর ত্যাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী, সোহাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী, সোহাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী
Writer(s): Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out