Lyrics

আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায় আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায় ঐ শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী, কী যে গায় গো? কী জানি পরান কী যে চায় আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রহে না আবাসে মন হায় কোন কুসুমের আশে, কোন ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো? কী জানি পরান কী যে চায় আজি কে যেন গো নাই এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো তাই চারি দিকে চাই মন কেঁদে গায়, "এ নহে, এ নহে, নয় গো" তাই জীবন বিফল হয় গো কোন স্বপনের দেশে আছে এলোকেশে কোন ছায়াময়ী অমরায়? আজি কোন উপবনে বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো? কী জানি পরান কী যে চায় আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায় আমি যদি গাঁথি গান অথিরপরাণ সে গান শুনাব কারে আর? আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা কাহারে পরাব ফুলহার? আমি সে গান শুনাব কারে আর? আমি আমার এ প্রাণ যদি করি দান দিব প্রাণ তবে কার পায়? সদা ভয় হয় মনে, পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো কী জানি পরান কী যে চায় আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out