Lyrics

ভাদ্রমাসের দিন, বাতাস বেশি নেই বোটের শিথিল পাল ঝুলে ঝুলে পড়ছে নৌকোটি আলস্তমস্থর গমনে অত্যন্ত উদাসীনের মতো চলেছে এই শৈবালবিকীর্ণ সুবিস্তীর্ণ জলরাজ্যের মধ্যে শরতের উজ্জল রৌদ্রে আমি জানলার কাছে এক চৌকিতে বসে আর-এক চৌকির উপরে পা দিয়ে সমস্ত বেলা কেবল গুন্ গুন্ ক'রে গান করছি রামকেলি প্রভৃতি সকাল বেলাকার সুরের একটু আভাস লাগবা মাত্র এমন একটি বিশ্বব্যাপী করুণা বিগলিত হয়ে চারদিক বাষ্পাকুল করছে যে এইসমস্ত রাগিণীকে সমস্ত আকাশের সমস্ত পৃথিবীর নিজের গান ব'লে মনে হচ্ছে এ একটা ইন্দ্রজাল, একটা মায়ামন্ত্র আমার এই গুন-গুন-গুঞ্জরিত মুরের সঙ্গে কত টুকরো টুকরো কথা যে আমি জুড়ি তার সংখ্যা নেই এমন এক লাইনের গান সমস্ত দিন কত জমছে এবং কত বিসর্জন দিচ্ছি এই চৌকিটাতে বসে আকাশ থেকে সোনালি রোদস্তুরটুকু চোখ দিয়ে চাখতে চাখতে এবং জলের উপরকার শৈবালের সরস কোমলতার উপর মনটাকে বুলিয়ে চলতে চলতে যতটুকু অনায়াস আলস্য-ভরে আপনি মাথায় এসে পড়ে তার বেশি চেষ্টা করা আপাতত আমার সাধ্যাতীত আজ সমস্ত সকাল নিতান্ত সাদাসিধা রামকেলিতে যে গোটা দুই-তিন ছত্র বারবার আবৃত্তি করছিলুম সেটুকু মনে আছে তুমি নব নব রূপে এসো প্রাণে তুমি নব নব রূপে এসো প্রাণে এসো গন্ধে বরনে, এসো গানে এসো গন্ধে বরনে, গানে তুমি নব নব রূপে এসো প্রাণে তুমি নব নব রূপে এসো প্রাণে এসো অঙ্গে পুলকময় পরশে এসো চিত্তে সুধাময় হরষে এসো অঙ্গে পুলকময় পরশে এসো চিত্তে সুধাময় হরষে এসো মুগ্ধ মুদিত দু নয়ানে এসো গন্ধে বরনে, গানে তুমি নব নব রূপে এসো প্রাণে তুমি নব নব রূপে এসো প্রাণে এসো নির্মল উজ্জ্বল কান্ত এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত এসো নির্মল উজ্জ্বল কান্ত এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত এসো এসো হে বিচিত্র বিধানে এসো এসো হে বিচিত্র বিধানে এসো দুঃখে সুখে, এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে এসো দুঃখে সুখে, এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে এসো সকল-কর্ম-অবসানে এসো গন্ধে বরনে, গানে তুমি নব নব রূপে এসো প্রাণে তুমি নব নব রূপে এসো প্রাণে এসো গন্ধে বরনে, এসো গানে এসো গন্ধে বরনে, গানে তুমি নব নব রূপে এসো প্রাণে তুমি নব নব রূপে এসো প্রাণে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out