Lyrics

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফড়াইয়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বঁধুয়া হায় রে কী জানি কী করে ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে সাম্পানের নাইয়া হইয়া আমি দেশান্তরী দেশ-বিদেশে ভিড়াই তরী রে নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গর পইড়া আছে হায় রে সারেং বাড়ির ঘরে এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা একলা ঘরে মন বঁধুয়া আমার রইছে পন্থ চাইয়া
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out