Lyrics

বাহির-পথে বিবাগি হিয়া কিসের খোঁজে গেলি আয়, আয় রে ফিরে আয় পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি বসিবি নিরালায় আয়, আয় রে ফিরে আয় বাহির-পথে বিবাগি হিয়া কিসের খোঁজে গেলি আয়, আয় রে ফিরে আয় সারাটা বেলা সাগর-ধারে কুড়ালি যত নুড়ি নানারঙের শামুক-ভারে বোঝাই হল ঝুড়ি লবণপারাবারের পারে প্রখর তাপে পুড়ি মরিলি পিপাসায় ঢেউয়ের দোল তুলিল রোল অকূলতল জুড়ি কহিল বাণী কী জানি কী ভাষায় আয়, আয় রে ফিরে আয় বাহির-পথে বিবাগি হিয়া কিসের খোঁজে গেলি আয়, আয় রে ফিরে আয় বিরাম হল আরামহীন যদি রে তোর ঘরে না যদি রয় সাথি সন্ধ্যা যদি তন্দ্রালীন মৌন অনাদরে না যদি জ্বালে বাতি বিরাম হল আরামহীন যদি রে তোর ঘরে না যদি রয় সাথি সন্ধ্যা যদি তন্দ্রালীন মৌন অনাদরে না যদি জ্বালে বাতি তবু তো আছে আঁধার কোণে ধ্যানের ধনগুলি একেলা বসি আপনমনে মুছিবি তার ধূলি গাঁথিবি তারে রতনহারে বুকেতে নিবি তুলি মধুর বেদনায় কাননবীথি ফুলের রীতি নাহয় গেছে ভুলি তারকা আছে গগন-কিনারায় আয়, আয় রে ফিরে আয় বাহির-পথে বিবাগি হিয়া কিসের খোঁজে গেলি আয়, আয় রে ফিরে আয়
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out