Featured In

Lyrics

কোন দেবতা সে, কী পরিহাসে ভাসালো মায়ার ভেলায় কোন দেবতা সে স্বপ্নের সাথি, এসো মোরা মাতি স্বর্গের কৌতুক-খেলায় স্বপ্নের সাথি, এসো মোরা মাতি স্বর্গের কৌতুক-খেলায় কোন দেবতা সে সুরের প্রবাহে হাসির তরঙ্গে বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে নৃত্যবিভঙ্গে মাধবীবনের মধুগন্ধে মোদিত মোহিত মন্থর বেলায় কোন দেবতা সে যে ফুলমালা দুলায়েছ আজি রোমাঞ্চিত বক্ষতলে মধুরজনীতে রেখো সরসিয়া মোহের মদির জলে নবোদিত সূর্যের করসম্পাতে বিকল হবে হায় লজ্জা-আঘাতে দিন গত হলে নূতন প্রভাতে মিলাবে ধুলার তলে কার অবহেলায় কোন দেবতা সে, কী পরিহাসে ভাসালো মায়ার ভেলায় কোন দেবতা সে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out