Lyrics

নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি এখনি কি সখা, খেলা হল অবসান নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি যে মধুর রসে ছিলে বিহ্বল সে কি মধুমাখা ভ্রান্তি সে কি স্বপ্নের দান সে কি সত্যের অপমান দূর দুরাশায় হৃদয় ভরিছ কঠিন প্রেমের প্রতিমা গড়িছ কী মনে ভাবিয়া নারীতে করিছ পৌরুষসন্ধান এও কি মায়ার দান এখনি কি সখা, খেলা হল অবসান নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি সহসা মন্ত্রবলে নমনীয় এই কমনীয়তারে যদি আমাদের সখী একেবারে পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে সবে না সবে না সে নৈরাশ্য ভাগ্যের সেই অট্টহাস্য জানি জানি সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ পুরুষপ্রাণ হানিবে নিঠুর বাণ এখনি কি সখা, খেলা হল অবসান নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি এখনি কি সখা, খেলা হল অবসান নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out