Lyrics

বিহঙ্গেরা ডানা মেলে চলে যায় দিগন্তের প্রান্তে কী জানি যে কথা বলা হলো না কী জানি যে কথা বলা হলো না পারবে কি ওরা সেটা জানতে? বিহঙ্গেরা ডানা মেলে জানি না অজানা কোনো ভাবনা কেন মন আজ ছুঁয়ে ছুঁয়ে যায় পাখনায় নীলিমার আহ্বান কোন পাখি কানে দিয়ে যায় জানি না অজানা কোনো ভাবনা কেন মন আজ ছুঁয়ে ছুঁয়ে যায় পাখনায় নীলিমার আহ্বান কোন পাখি কানে দিয়ে যায় ওরা শুনবে না এই বেদনা ওরা শুনবে না এই বেদনা আহা, পারবে কি ওরা সেটা জানতে? বিহঙ্গেরা ডানা মেলে চলে যায় দিগন্তের প্রান্তে কী জানি যে কথা বলা হল না কী জানি যে কথা বলা হল না পারবে কি ওরা সেটা জানতে? বিহঙ্গেরা ডানা মেলে ওরা ক্লান্ত ডানা মেলে উড়ছে তবু অজানার নেই কোনো ভয় কী জানি কী গান ওরা গাইছে সুর নেই, তবু তন্ময় ওরা ক্লান্ত ডানা মেলে উড়ছে তবু অজানার নেই কোনো ভয় কী জানি কী গান ওরা গাইছে সুর নেই, তবু তন্ময় সেই গান তো, এ শ্রান্ত সেই গান তো, এ শ্রান্ত মনে ঝরবে কি ওদেরই অজান্তে? বিহঙ্গেরা ডানা মেলে চলে যায় দিগন্তের প্রান্তে কী জানি যে কথা বলা হলো না কী জানি যে কথা বলা হলো না পারবে কি ওরা সেটা জানতে? বিহঙ্গেরা ডানা মেলে বিহঙ্গেরা ডানা মেলে বিহঙ্গেরা ডানা মেলে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out