Lyrics

আঁধারের এই ধরণী আলোর লীলায় তুলব ভরি আঁধারের এই ধরণী আলোর লীলায় তুলব ভরি আকাশের উজল চাঁদের স্বপন সুধায় পড়ব ঝরি, পড়ব ঝরি গো আঁধারের এই ধরণী আলোর লীলায় তুলবো ভরি কে আমার মনের মাঝে চলে যায় মিলন সাঁঝে কে আমার মনের মাঝে চলে যায় মিলন সাঁঝে এ সোনার শশীর পরশ এ সোনার শশীর পরশ দিও আমার উজল করি আঁধারের এই ধরণী আলোর লীলায় তুলব ভরি দু'ধারে পথের কাঁটা ফুল ফোটাব বারে বারে দু'ধারে পথের কাঁটা ফুল ফোটাব বারে বারে হৃদয়ের সুরের সুবাস বাজবে ভুবন বীণার তারে ভেঙ্গেছি পাষাণ কড়া এনেছি প্লাবনধারা ভেঙ্গেছি পাষাণ কড়া এনেছি প্লাবনধারা জেনেছি জীবন দিয়ে মরণ কালো বিভাবরী আঁধারের এই ধরণী আলোর লীলায় তুলব ভরি আকাশের উজল চাঁদের স্বপন সুধায় পড়ব ঝরি, পড়ব ঝরি গো আঁধারের এই ধরণী আলোর লীলায় তুলব ভরি
Writer(s): Dwijendralal Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out