Lyrics

আমার মনের গঙ্গা আর তোমার মনের যমুনায় বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল আমার মনের গঙ্গা আর তোমার মনের যমুনায় বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল ওগো, বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল না, কক্ষনো না! কত সময় যে বয়ে গেছে গো হায় তোমাকে তা জানাতে আমার মতন ধৈর্য এমন কার আছে এই জগতে? আনচান আনচান আমার এ মন জুড়াবে কি, বল বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল আমার মনের গঙ্গা আর তোমার মনের যমুনায় বল, রাধা বল, সঙ্গম হবে কিনা, বল ওগো বল, রাধা বল, সঙ্গম হবে কিনা, বল যা, যা! দু'টি নদীর এই যে মিলন এত পবিত্র যদি হয় দু'টি মনের এই যে মিলনের স্বর্গ কেন গো দূরে রয়? সকল লগন প্রেমের লগন হবে কিনা, বল বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল আমার মনের গঙ্গা আর তোমার মনের যমুনায় বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল ওগো বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল না, না, না তোমায় আমি এমন খুঁজি, গ্রীষ্ম যেমন খোঁজে বর্ষাকে রাধা-রাধা ডাকি আমি যে প্রতি নিঃশ্বাসে তোমাকে পাথরও তো যায় গলে, তুই গলবি কিনা, বল বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল আমার মনের গঙ্গা আর তোমার মনের যমুনায় বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল ওগো বল, রাধা, বল, সঙ্গম হবে কিনা, বল উফ, যাও না! কেন জ্বালাচ্ছো? হবে, হবে, হবে
Writer(s): Pulak Banerjee, Jaikshan Shankar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out