Lyrics

কে কোথায় বেঁচে আছো বলো বেঁচে আছো কোথায় কতটা ভুলে যাও, তাড়াতাড়ি ভোলো মরে গেছো যেখানে যতটা এক পায়ে দাঁড়িয়ে সময় বকধার্মিক হয়ে বোঝে এখানে শিকার বোধহয় বসে থাকে শিকারীর খোঁজে জীবন্ত লাশ ঘুরে ফেরে রঙচঙে জামা পরা লাশ লাশকাটা ঘরের শহরে শুরু হোক কবিতার ক্লাস এক পায়ে দাঁড়িয়ে সময় বকধার্মিক হয়ে বোঝে এখানে শিকার বোধহয় বসে থাকে শিকারীর খোঁজে এ জীবন চলে গেছে কবে কুড়ি কুড়ি বছরের পাড় জীবনানন্দ দাশ পড়ে এসে গেছে বিকট আঁধার এক পায়ে দাঁড়িয়ে সময় বকধার্মিক হয়ে বোঝে এখানে শিকার বোধহয় বসে থাকে শিকারীর খোঁজে কোথাও কি কথা ছিল কোনো ভেঙে দেবো এ অন্ধ কূপ দেখি আজ পিটিপিটি চোখে বণিক সভ্যতার রূপ এক পায়ে দাঁড়িয়ে সময় বকধার্মিক হয়ে বোঝে এইখানে শিকার বোধহয় বসে থাকে শিকারীর খোঁজে মুৎসুদ্দীর উৎসবে ধেই ধেই নাচে মহাজন মধ্যবিত্ত অনুভবে শুনি আজ শিবের গাজন সব পাখি ফিরেছে কি ঘরে ফুরলো নদীর লেনদেন মুখোমুখী বসে লাভ নেই বুঝেছেন বনলতা সেন সব পাখি ফিরেছে কি ঘরে ফুরলো নদীর লেনদেন মুখোমুখী বসে লাভ নেই বুঝেছেন বনলতা সেন
Writer(s): Kabir Suman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out