Lyrics

বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান সে গানে বিদ্ধ বুক, রক্তে অশ্রু ছলোছলো এ যদি আমার দেশ না হয়, তো কার দেশ বলো? বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান সে গানে বিদ্ধ বুক, রক্তে অশ্রু ছলোছলো এ যদি আমার দেশ না হয়, তো কার দেশ বলো? শ্যামলে শ্যামলে তুমি নীলিমায় নীল রবি গানে যে নদীর কূল নেই সে স্রোতে বৈঠা যারা টানে আব্বাসউদ্দীন দরিয়ায় ধরেছেন সুর শাশ্বত বেহুলার ভালোবাসা সিঁথির সিঁদুর ভাষা শহীদের খুনে সে সিঁদুর আরও লাল হলো এ যদি আমার দেশ না হয়, তো কার দেশ বলো? বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান সে গানে বিদ্ধ বুক, রক্তে অশ্রু ছলোছলো এ যদি আমার দেশ না হয়, তো কার দেশ বলো? স্মৃতিতে এখনও শুনি বঙ্গবন্ধুর আহ্বান পুবের আকাশ ছোঁয় শান্তিতে ভোরের আজান একুশের হাত ধরে চেতনায় হয় হাতেখড়ি বাংলা দেখলে আমি এখনও বাংলাদেশ পড়ি মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো এ যদি আমার দেশ না হয়, তো কার দেশ বলো? বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান সে গানে বিদ্ধ বুক, রক্তে অশ্রু ছলোছলো এ যদি আমার দেশ না হয়, তো কার দেশ বলো?
Writer(s): Kabir Suman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out