Lyrics

আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে আমি চাই নেপালি ছেলেটা guitar হাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে আমি চাই নেপালি ছেলেটা guitar হাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায় আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে, রক্তজবায় আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে আমি চাই সব্বাই যেন দিন বদলের পদ্য বলে আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে আমি চাই বক্তৃতা নয়, কবিতা বলুন কণ্ঠ ভরে যদি বলো চাইছি নেহাত... যদি বলো চাইছি নেহাত, চাইছি নেহাত স্বর্গরাজ্য আমি চাই একদিন হবে, একদিন হবে এটাই গ্রাহ্য
Writer(s): Suman Chattopadhyay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out