Credits

PERFORMING ARTISTS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Songwriter

Lyrics

"ঘুম আয়" গানটা আমার খুব প্রিয় গান, মানে ঘুম আয় রে চাঁদ মামাই স্বপন এঁকে যাক তোর ছোট্ট ওই চাঁদ মুখে, চাঁদ... আসলে এই গানটা আমার একটা মেয়ে আছে ছোটো ও যখন আরও ছোটো ছিল ফুলের মতো এখনও যদিও খুব একটা বদমাইশ হয়নি, দুষ্টু তখন আরও ফুলের মতো ছিল ও যখন ঘুমোতো আমি খুব অদ্ভুতভাবে ওকে লক্ষ্য করতাম আর দেখতাম যে কী অদ্ভুত বিশ্বাসে ও ঘুমোচ্ছে একদিন এই বিশ্বাসটা ওর ভাঙবে অদ্ভুত একটা বিশ্বাস নিয়ে ঘুমোচ্ছে যে পৃথিবীটা কী সুন্দর! আসলে পৃথিবীটা খুব সুন্দর নয় এই বিশ্বাসটা ওর ভাঙবে একদিন এবং এটার জন্যে আমিই দায়ী আমারই উচিত ছিল না পৃথিবীটাকে সুন্দর না করে ওকে পৃথিবীতে আনা তবুও এই ভুলটা করে থাকি তারই প্রায়শ্চিত্তস্বরূপ এই গানটা ঘুম আয় রে যাক চাঁদ মামাই স্বপন এঁকে যাক ঘুম আয় রে চাঁদ মামাই স্বপন একেঁ যাক তোর ছোট্ট ওই চাঁদমুখে চাঁদের ছায়াই পড়ুক সুখে তোর ছোট্ট ওই চাঁদমুখে চাঁদের ছায়াই পড়ুক সুখে যে পৃথিবী গড়লাম আমি তার আলো আজ অস্তগামী তার কালো ছায়া দূরে থাক চাঁদ মামাই স্বপন এঁকে যাক ঘুম আয় রে চাঁদ মামাই স্বপন এঁকে যাক অনেকটা পথ চলতে হবে চলতে হবে তোকে তাতো জানি সে পথ গড়ার কাজ আমাদেরই ছিলো তাও মানি নিজেদের কথা শুধু ভেবে এনেছি তোকে ডেকে দিতে নিজেদেরই পাপের ভাগ চাঁদ মামাই স্বপন এঁকে যাক ঘুম আয় রে চাঁদ মামাই স্বপন এঁকে যাক চাঁদ মামাই দেবে স্বপন স্বপ্ন দিতে আমি কি আর পারি যে পৃথিবীতে আনলাম তোকে বাসযোগ্য হয়নি সে আমারই শুধু অমরত্বের লোভ আর প্রচলিত সম্ভোগ এইতো কারন এটাই জেনে রাখ ও চাঁদ মামাই স্বপন এঁকে যাক ও মা রে চাঁদ মামাই স্বপন এঁকে যাক তোর ছোট্ট ওই চাঁদমুখে চাঁদের ছায়াই পড়ুক সুখে তোর ছোট্ট ওই চাঁদমুখে চাঁদের ছায়াই পড়ুক সুখে যে পৃথিবী গড়লাম আমি তার আলো আজ অস্তগামী তার কালো ছায়া দূরে থাক চাঁদ মামাই স্বপন এঁকে যাক ঘুম আয়রে যাক চাঁদ মামাই স্বপন এঁকে যাক
Writer(s): Nachiketa Chakraborty Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out