Lyrics

ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি সঁপেছি তোমায় প্রান ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি সঁপেছি তোমায় প্রান তুমি বেদ, তুমি কোরআন, তুমি আল্লাহ ভগবান সঁপেছি তোমায় প্রান ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি সঁপেছি তোমায় প্রান তুমি ভোরের পূন্য সুরে আজানেরই আহ্বান তুমি ভোরের পূন্য সুরে আজানেরই আহ্বান তুমি সন্ধ্যার আরতি, শঙ্খ ঘন্টার মন্ত্রণা শ্যামল সবুজ মাঠে, শহরের রাজপথে, তুমি আমার প্রাণ তুমি বেদ, তুমি কোরআন, তুমি আল্লাহ ভগবান সঁপেছি তোমায় প্রাণ বন্যা-খরা, অনাহার অভাবের এই সংসারে বন্যা -রা, অনাহার অভাবের এই সংসারে রাম রহিমের একই যন্ত্রণায় দু'চোখের জল ঝরে তুমি যে মায়ার হৃদয়, তুমি সকল কলতান সঁপেছি তোমায় প্রাণ তুমি বেদ, তুমি কোরআন, তুমি আল্লাহ ভগবান সঁপেছি তোমায় প্রাণ নানা ফুলে, নানা রঙে তুমি মালঞ্চ আমার নানা ফুলে, নানা রঙে তুমি মালঞ্চ মহান নানা ভাষা, নানা জাতি, তুমি দৃঢ় ঐকতান নদী পাহাড় ঝর্ণা জল প্রান্তরে সোনার ফসল সে তোমারই গান তুমি বেদ, তুমি কোরআন, তুমি আল্লাহ ভগবান সঁপেছি তোমায় প্রাণ ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি সঁপেছি তোমায় প্রাণ সঁপেছি তোমায় প্রাণ সঁপেছি তোমায় প্রাণ
Writer(s): Salil Chowdhari, Suvo Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out