Lyrics

মা গো, যায় যেন জীবন চলে মা গো, যায় যেন জীবন চলে শুধু জগৎমাঝে তোমার কাজে "বন্দে মাতরম" বলে মা গো, যায় যেন জীবন চলে যখন মুদে নয়ন, করবো শয়ন শমনের সেই শেষ জালে মুদে নয়ন, করবো শয়ন শমনের সেই শেষ জালে তখন সবই আমার হবে আঁধার সবই আমার হবে আঁধার স্থান দিও মা ওই কোলে আমার যায় যাবে জীবন চলে আমার মান-অপমান সবই সমান দলুক না চরণতলে মান-অপমান সবই সমান দলুক না চরণ তলে যদি, সইতে পারি মায়ের পীড়ন সইতে পারি মায়ের পীড়ন মানুষ হব কোন কালে? আমার যায় যাবে জীবন চলে আমি ধন্য হব মায়ের জন্য লাঞ্ছনাদি সহিলে ধন্য হব মায়ের জন্য লাঞ্ছনাদি সহিলে ওদের বেত্রাঘাতে কারাগারে বেত্রাঘাতে কারাগারে ফাঁসিকাষ্ঠে ঝুলিলে আমার যায় যাবে জীবন চলে বিশারদ কয় বিনা কষ্টে সুখ হবে না ভূতলে বিশারদ কয় বিনা কষ্টে সুখ হবে না ভূতলে সে তো, অধম হয়ে সইতে রাজি অধম হয়ে সইতে রাজি উত্তমে চাও মুখ তুলে আমার যায় যাবে জীবন চলে মা গো, যায় যাবে জীবন চলে শুধু জগৎমাঝে তোমার কাজে "বন্দে মাতরম" বলে মা গো, যায় যেন জীবন চলে মা গো, যায় যেন জীবন চলে যায় যেন জীবন চলে যায় যেন জীবন চলে
Writer(s): Kaliprasanna Kabyabishrad Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out