Lyrics

অরূপ, তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি অরূপ, তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি অরূপ, তোমার বাণী নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি অরূপ, তোমার বাণী যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে বিঘ্ন তাহার পুণ্য করুক তব দক্ষিণপাণি অরূপ, তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি অরূপ, তোমার বাণী
Writer(s): Gautam Das Gupta, Traditional (ravindra Sangeet) Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out