Listen to Tomar Hater Rakhikhania Sen by Geeta Sen

Tomar Hater Rakhikhania Sen

Geeta Sen

Indian Folk

1 Shazams

Lyrics

তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে তোমার হাতের রাখীখানি বাঁধো তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব-মাঝে তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব-মাঝে জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে তোমার রাখী বাঁধো আঁটি সকল বাঁধন যাবে কাটি তোমার রাখী বাঁধো আঁটি সকল বাঁধন যাবে কাটি কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out