Lyrics

এসো পান্থ, তুমি ক্লান্ত, রাত শান্ত হায় রাত শান্ত, তুমি ক্লান্ত, এসো পান্থ হায় এসো পান্থ, তুমি ক্লান্ত, রাত শান্ত হায় রাত শান্ত, তুমি ক্লান্ত, এসো পান্থ হায় কে জানতো হবো ভ্রান্ত, সেই গান তো নেই ওরে, ওরে, যদি জানতে কাছে টানতে বাহু-প্রান্তে এই নিশিগন্ধা আনে তন্দ্রা, যায়, সন্ধ্যা যায় এসো পান্থ, তুমি ক্লান্ত, রাত শান্ত হায় এসো পান্থ, তুমি ক্লান্ত, রাত শান্ত হায় রাত শান্ত, তুমি ক্লান্ত, এসো পান্থ হায় নিদ চমকে তারা চুমকী আনে ঘুম কি ওই? সুর রঙ্গে বাজে অঙ্গে, তুমি সঙ্গে কই? নিদ চমকে তারা চুমকী আনে ঘুম কি ওই? সুর রঙ্গে বাজে অঙ্গে, তুমি সঙ্গে কই? অভিষিক্ত মন রিক্ত, আঁখি সিক্ত এই হায়, হায়, বীণাটার যে ছেঁড়া তার যে, সুর আর যে নেই ওঠে চন্দ্র, ফুলে গন্ধ, মন ছন্দ চায় এসো পান্থ, তুমি ক্লান্ত, রাত শান্ত হায় এসো পান্থ, তুমি ক্লান্ত, রাত শান্ত হায় এসো পান্থ, তুমি ক্লান্ত, রাত শান্ত হায়
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out