Lyrics

থাক চোখের চৌকিদারি চৌদিকে থাক চোখের চৌকিদারি চৌদিকে আয় দেখে যা পাড়াতুতো বৌদিকে আয় দেখে যা পাড়াতুতো বৌদিকে আয় দেখে যা পাড়াতুতো বৌদিকে গায়ের সঙ্গে গা ঠেকলেই শামুক হয়ে গুটিয়ে যায় গায়ের সঙ্গে গা ঠেকলেই শামুক হয়ে গুটিয়ে যায় পথেঘাটে লোক দেখলেই ঘোমটা মাথায় উঠিয়ে যায় গায়ের সঙ্গে গা ঠেকলেই শামুক হয়ে গুটিয়ে যায় বাঁকা চোখে নকশা কাটে, নকশা কাটে যেন দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে ময়ূর হাঁটে বাঁকা চোখে নকশা কাটে, নকশা কাটে যেন দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে ময়ূর হাঁটে জোড়া পায়ের লাথি খেয়েও ওই পায়েতেই লুটিয়ে যায় গায়ের সঙ্গে গা ঠেকলেই শামুক হয়ে গুটিয়ে যায় গায়ের সঙ্গে গা ঠেকলেই শামুক হয়ে গুটিয়ে যায় ধোয়া যেন তুলসিপাতা, বলবো কী গুণের কথা ধোয়া যেন তুলসিপাতা, বলবো কী গুণের কথা জানে না ভাজা মাছটি উল্টে খেতে জানে না ভাজা মাছটি উল্টে খেতে আহা, লজ্জাবতী লতা! সাজসজ্জায়, জাঁকজমকে, জাঁকজমকে যেন পাগল পাগল পাগল করে ঠাট-ঠমকে সাজসজ্জায়, জাঁকজমকে, জাঁকজমকে যেন পাগল পাগল পাগল করে ঠাট-ঠমকে আহা, গন্ধে প্রাণ মাতাল করে রসের কলি ফুটিয়ে যায় গায়ের সঙ্গে গা ঠেকলেই শামুক হয়ে গুটিয়ে যায় পথেঘাটে লোক দেখলেই ঘোমটা মাথায় উঠিয়ে যায় গায়ের সঙ্গে গা ঠেকলেই থাক চোখের চৌকিদারি চৌদিকে আয় দেখে যা পাড়াতুতো বৌদিকে আয় দেখে যা পাড়াতুতো বৌদিকে
Writer(s): Ajoy Das, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out