Music Video

GramcHara Oi Ranga Matir
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Debadrito Chattopadhyay
Debadrito Chattopadhyay
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

Lyrics

২৫শে বৈশাখ, নবজন্মের লগ্ন এই পুণ্যলগ্নে তার নব নব সৃষ্টিকে প্রণাম অবিরাম, অবিশ্রাম তার প্রসারিত হাতের দান প্রতিদিনের, প্রতিক্ষণের আর তার গান, আমদের অস্তিত্বের বিপন্ন প্রদোষে এই গান গানের পর গান, এক বিপুল আশ্রয় সেই গানের সুর সিক্ত করে রাখুক আমাদের দিনে দিনে, পলে পলে সেই গান যার সুরে এবং ছন্দে মুক্তি আনে মুহূর্তে মুহূর্তে উন্মেলিত করে দেয় আমাদের চেতনা যদি কিছুই না থাকে আর যদি সবকিছুই হারিয়ে যায় তবু তিনি যেন থাকেন তিনি হারিয়ে গেলে আর কিছুই থাকবে না কিছুই না তাকে নিয়ে, তাকে ঘিরে ঘিরেই আমাদের জীবন আকূল সমুদ্র হয়ে যাক সেই সমুদ্রে তরঙ্গের পর তরঙ্গ উঠুক তার গানের শালবীথিকার মর্মর ধ্বনি আম্রকুঞ্জের মধুগন্ধ আচ্ছন্ন করে দিচ্ছে মনকে আর সেই রাঙামাটির ধূলি যেখানে তার চরণচিহ্ন সেই ধূলিকে প্রণাম সুর উঠুক সেই আকূল প্রণামের সাথে সাথে সেই সুরের আগুন শুচিস্নান করিয়ে দিক আমাদের ললিতে বসন্তে বজ্রে বাজানো এই সুর সব জীর্ণতাকে, সব মলিনতাকে ভাসিয়ে দিক সব সংস্কারের বাঁধ যাক ভেঙ্গে সমস্ত কুহেলিকা ভেদ করে বিচ্ছুরিত হোক সূর্যের আলো আলোয় আলোকময় হয়ে যাক আমাদের জাতীয় জীবন তারই সুরের বন্যায় নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে তারই মধু কেন মনমধুপে খাওয়াও না? নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না? নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে বিশ্বকমল ফুটে চরণচুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে বিশ্বকমল ফুটে চরণচুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে আমার চিত্ত-কমলটিরে সেই রসে কেন তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না? নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে তোমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে তোমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে তেমনি করে সুধাসাগর-সন্ধানে আমার জীবনধারা নিত্য কেন ধাওয়াও না? পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে কেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না? নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে তারই মধু কেন মনমধুপে খাওয়াও না? নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out