Lyrics

জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই চলবেই জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই হত মানে অপমানে নয়, সুখ-সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগিণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই প্রতারণা প্রলোভন প্রলেপে হোক না, হোক না আঁধার নিশ্চিদ্র আমরা তো সময়ের সারথী নিশিদিন, নিশিদিন কাটাবো বিনিদ্র নিশিদিন কাটাবো বিনিদ্র দিয়েছি তো শান্তি আরও দেবো স্বস্তি দিয়েছি তো সম্ভ্রম আরো দেবো অস্থি প্রয়োজন হলে দেবো এক নদী রক্ত রক্ত, রক্ত, রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই টলবেই চলবেই চলবেই জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই হতে পারি পথশ্রমে আরও বিধ্বস্ত ধিকৃত নয় তবু চিত্ত আমরা তো সুস্থির লক্ষ্যের যাত্রী চলবার আবেগেই তৃপ্ত আমাদের পথরেখা দুস্তর দুর্গম আমাদের পথরেখা দুস্তর দুর্গম সাথে তবু অগণিত সঙ্গী বেদনার কোটি কোটি অংশী আমাদের চোখে চোখে লেলিহান অগ্নি সকল বিরোধ বিধ্বংসী এই কালো রাত্রির সুকঠিন অর্গল কোনদিন আমরা যে ভাঙবোই মুক্ত প্রাণের সাড়া আনবোই আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নুতন সূর্যশিখা জ্বলবেই জ্বলবেই, জ্বলবেই জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই চলবেই
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out