Lyrics

আচ্ছা ভার্সিটি কি বড় আপুদের জ্বালায় যাওয়া যাবে না! আজিব আমি আপনার ছোট ভাইয়ের মত। এক্টু ফরমাল ড্রেসাপে সব ছেলেদেরই ভালো লাগে, সুধু আমাকে না। আর হ্যাঁ, আমার আজ প্রেজেন্টেশন ছিলো বলেই ফরমাল হইচি। আড় চোখে তাকিয়ে ফ্রেন্ডের কাছে "দেখ ছেলেটা কি হ্যান্ডসাম" বলার অধিকার আপনার নাই। আমার এমন কথাগুলো লাগে, খুব লাগে। কারন, আমি কখনো স্কুল, কলেজে মেয়েদের সাথে পড়ি নাই।সব সময় বয়েজ-স্কুলেই পড়েছি এটা আমার জন্যে অবশ্যই কষ্ঠদায়ক কথা দিলাম, প্রয়োজন ছাড়া আর কখনোই ফরমাল হবো না। আমি সহজ-সরল মানুষ, সহজ-সরল'ই ভালো আছি। প্লিজ আপুরা আবার বলছি "আমি আপনার ছোট ভাইয়ের মত" এখন আমি যদি বলি, আমি তো হিন্দু না, তবে নব্বই ভাগ মুসলমানের একটা দেশে আমাকে কেন উলু ধ্বনি শুনতে হবে? আমাকে কেন পূজার সময় ঢাকের বাদ্য শুনতে হবে? হোলিতে আমার গায়ে কেন রঙ ছড়াবে? তখন সেক্যুলাররা সমস্বরে বলে উঠবে- তুমি প্রতিক্রিয়াশীল! তুমি সাম্প্রদায়িক! অথচ তারাই সনু নিগামের গানের সাথে সাথে চেতনা দন্ড নাড়তে থাকবে।
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out