Music Video

Maa Boliya Daak | Tagore Patriotic Songs & Recitation | Subrata Sengupta & Prabir Brahmachari
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Subrata Sengupta
Subrata Sengupta
Performer
Prabir Bramhachari
Prabir Bramhachari
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composer

Lyrics

সংসারে সবাই যবে সারাক্ষণ শত কর্মে রত তুই শুধু ছিন্নবাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষন্ন তরুচ্ছায়ে দূর-বনগন্ধবহ মন্দগতি ক্লান্ত তপ্তবায়ে সারাদিন বাজাইলি বাঁশি, ওরে তুই ওঠ আজি আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ-জনে, কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে শূন্যতল কোন অন্ধকারা মাঝে জর্জ্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়, স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষমুখ দিয়া বেদনারে করিতেছে পরিহাস স্বার্থোদ্ধত অবিচার, সঙ্কুচিত ভীত ক্রীতদাস লুকাইছে ছদ্মবেশে ওই যে দাঁড়ায়ে নতশির মূক সবে-ম্লানমুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী, স্কন্ধে যত চাপে ভার বহি চলে মন্দগতি, যতক্ষণ থাকে প্রাণ তার তার পরে সন্তানেরে দিয়ে যায় বংশ বংশ ধরি নাহি ভর্তসে অদৃষ্টেরে, নাহি নিন্দে দেবতারে স্মরি মানবেরে নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান শুধু দুটি অন্ন খুঁটি কোন মতে কষ্টক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া, সে অন্ন যখন কেহ কাড়ে সে প্রাণে আঘাত দেয় গর্ব্বাদ্ধ নিষ্ঠুর অত্যাচারে নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আশে দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে এই সব মূঢ় ম্লান মূক মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধ্বনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দাড়াও দেখি সবে যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমা চেয়ে যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার, তখনি সে পথ-কুকুরের মত সঙ্কোচে সত্রাসে যাবে মিশে দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহায় মুখে করে আস্ফালন, জানে সে হীনতা আপনার মনে মনে কবি, তবে উঠে এস, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাখে, তবে তাই কর আজি দান বড় দুঃখ, বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার বড়ই দরিদ্র, শূন্য, বড় ক্ষুদ্র, বদ্ধ অন্ধকার অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু সাহসবিস্তৃত বক্ষপট, এ দৈন্য-মাঝারে, কবি একবার নিয়ে এস স্বর্গ হতে বিশ্বাসের ছবি
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out