Music Video

Amar Praner Pore Chole Gelo Ke | Srikanto Acharya | Rabindra Sangeet | Raga Music
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Srikanto Acharya
Srikanto Acharya
Lead Vocals
Soumitra Chattopadhyay
Soumitra Chattopadhyay
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Rabindra Nath Tagore
Lyrics
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Gopa Roy
Producer

Lyrics

আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না সে কোথায় গেলো ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কী যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হল আঁখির কোণে, আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমেরও ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলেরও ডোর। কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে... কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেলো কে।
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out