Lyrics

প্রজাপতি মন, আজ মেলে দে ডানা দেখবো আজ তোর দস্যিপনা প্রজাপতি মন, আজ মেলে দে ডানা দেখবো আজ তোর দস্যিপনা ঝিলমিল ওই আকাশের তীরে যার সীমানা দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না খুশির এ রঙ হয়ে লেগেছে জুটির এ সুর হয়ে বেজেছে জোছনা বিছানো রাত কখন যেন জোছনা বিছানো রাত কখন যেন পেতেছে তারায় তারায় সামিয়ানা দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না সুখের সে দেখ রোদ্দুরে সবুজ প্রাণের পথ ধরে এসে যেন বলে, "আয় রে আয় চলে" এসে যেন বলে, "আয় রে আয় চলে সব তোলে মিলে ভুলে যাই ঠিকানা" দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না প্রজাপতি মন, আজ মেলে দে ডানা দেখবো আজ তোর দস্যিপনা প্রজাপতি মন, আজ মেলে দে ডানা দেখবো আজ তোর দস্যিপনা ঝিলমিল ওই আকাশের তীরে যার সীমানা দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না দূরে দূরে উড়ে যা না
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out