Lyrics

শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে এখনও আলগা মনে কাশফুল সারি সারি বাস্তুসাপের মত সময়ের রেলগাড়ি এখনও আলগা মনে কাশফুল সারি সারি বাস্তুসাপের মত সময়ের রেলগাড়ি এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে
Writer(s): Indraadip Dasgupta, Kaushik Ganguly Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out