Music Video

Sesto Sento Old Is Gold 2011
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Sesto Sento
Sesto Sento
Performer
COMPOSITION & LYRICS
Aviram Saharai
Aviram Saharai
Songwriter
Itai Spector
Itai Spector
Songwriter
Matan Kadosh
Matan Kadosh
Songwriter
PRODUCTION & ENGINEERING
Aviram Saharai
Aviram Saharai
Producer
Itai Spector
Itai Spector
Producer
Matan Kadosh
Matan Kadosh
Producer

Lyrics

কবির লেখা যত কবিতা শিল্পীর আঁকা যত ছবি তোমার তুমির কাছে হার মেনে যায় যেনো সবই সাঁজের বেলায় রাঙা গোধুলি বর্ষা কালের ভরা নদী তোমার রূপের কাছে হার মেনে যায় যেনো সবই তুমি চাঁদের জোছনা নও তুমি ফুলের উপমা নও তুমি চাঁদের জোছনা নও ফুলের উপমা নও নও কোন পাহাড়ি ঝর্ণা আয়না তুমি হৃদয়ের আয়না পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ডাকো আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে নাকো ভুল না হয় আমারই ছিলো বেশি করোনি ক্ষমা করেছ দুশি অভিমান লুকিয়ে রাখো যদি থাকব সাড়া জীবন অপরাধী প্রতিশোধ নেবে নাও আমি বাঁধা দেবো না একবার বলে যাও কেনো আমার হলে না আমি চিলাম একা তুমি দিলে যেদিন দেখা সেদিন থেকে চোখেতে ঘুম আসেনা অই দৃষ্টি পাগল করা অই হাসি মায়া ভরা এত মিষ্টি করে ত কেউ হাসে না যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এই দেহে প্রাণ আছে বাকিটা সময় যেনো মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এই দেহে প্রাণ আছে বাকিটা সময় যেনো মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি, পথ অচেনা নীড়ের ই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না ও নীড়ের ই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না সমাপ্ত
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out