Music Video

Dhaka Shohor Aisha Amar || IPDC Amader Gaan || Chanchal Chowdhury & Meher Afroz Shaon
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Chanchal Chowdhury
Chanchal Chowdhury
Performer
Meher Afroz Shaon
Meher Afroz Shaon
Performer
COMPOSITION & LYRICS
Satya Saha
Satya Saha
Composer
Gazi Mazharul Anwar
Gazi Mazharul Anwar
Lyrics

Lyrics

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে ওরে, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে আরে, লাল-লাল, নীল-নীল লাল-লাল, নীল-নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে মনের আশা ফুরাইছে তেল ছাড়া বাত্তি জ্বলে আজব এ শহরে মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে ঝরঝরাইয়া পড়ে গরু নাই রে, ঘোড়া নাই রে, কী জানি কী দিয়া বড় বড় গাড়িগুলি চলে গড়গড়াইয়া রে চলে গড়-গড়াইয়া আরে, সেই গাড়িতে চড়তে আমার সেই গাড়িতে চড়তে আমার ইচ্ছা হইতাছে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে মনের আশা ফুরাইছে রেশমি চুড়ি, ঢাকাই শাড়ি কিনা দিমু তোরে ঘর বানাইয়া থাকমু দুজন সাত তালার উপরে রে সাত তালার উপরে তুই হইলি রে বড় সাহেব, আমি হইলাম বিবি মাঝেমধ্যে আমারে তুই সিনেমা দেখাবি রে সিনেমা দেখাবি আরে, সিনেমার কথা শুইনা সিনেমার কথা শুইনা ফুর্তি লাগতাছে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে মনের আশা ফুরাইছে আরে, লাল-লাল, নীল-নীল লাল-লাল, নীল-নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে মনের আশা ফুরাইছে
Writer(s): Chanchal Chowdhury Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out