Lyrics

আজ দুঃখ ভোলার দিন আজ মন হবে যে রঙিন আজ প্রাণ খুলে শুধু গান হবে সুখ হবে সীমাহীন আজ দুঃখ ভোলার দিন আজ মন হবে যে রঙিন আজ প্রাণ খুলে শুধু গান হবে সুখ হবে সীমাহীন চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান আজ নেই তো পিছুটান পাখিরা গান করে আজ, নদীতে ঢেউ হাতে হাত রেখে হাঁটি, জানবে না তো কেউ পাখিরা গান করে আজ, নদীতে ঢেউ হাতে হাত রেখে হাঁটি, জানবে না তো কেউ তুমি বলো হাঁটতে তোমার ভালো লাগে না চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান আজ নেই তো পিছুটান আকাশে মেঘ জমেছে, ঝরছে অঝোর দূরে কেন? কাছে এসো, ভাবছো মিছেই পর আকাশে মেঘ জমেছে, ঝরছে অঝোর দূরে কেন? কাছে এসো, ভাবছো মিছেই পর তুমি বলো বাইরে তোমার মন বসে না চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান আজ নেই তো পিছুটান আজ দুঃখ ভোলার দিন আজ মন হবে যে রঙিন আজ প্রাণ খুলে শুধু গান হবে সুখ হবে সীমাহীন চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান আজ নেই তো পিছুটান
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out