Lyrics

চেতানায় তার বাঁধলেন যিনি তার যন্ত্রণা প্রকাশিত হলো খোলাখুলি গাঢ় হলো অভিমান চেতনার কবি হাত বাড়ালেন হৃদয়ের কবির দরজায় "আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে" হৃদয়ের কবি খুললেন দরজা বললেন- তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে আঁখিপাতে যদি জল আসে আঁখিপাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদপ্রাতে তবু মনে রেখো তবু মনে রেখো যদি পড়িয়া মনে ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে যদি পড়িয়া মনে ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে তবু মনে রেখো তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো তবু মনে রেখো
Writer(s): Ekalabya, Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out