Lyrics

আমি হঠাৎ bronchitis ও জ্বরে শয্যাশায়ী হলুম এই কারণে বাবামশায়ের সঙ্গে আমার যাওয়া হলো না তারপর খবর এল ৩০শে জুলাই operation-এর দিন স্থির হয়েছে Operation-এর পর রোজই খবর আসত সমস্তই ভালোর দিকে কিন্তু হঠাৎ হাওয়ার গতি যেন বদলে গেল ২৩রা অগাস্ট খবর এল অবস্থার পরিবর্তন হয়েছে, ভালো নয় শচীনবাবু আশ্রমের ডাক্তার শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সঙ্গে করে সেই বিকেলেই কলকাতা রওনা হলুম জোড়াসাঁকো পৌঁছে শুনলুম তখনকার মতো একটু ভালো ৬ই অগাস্ট, বিকেল থেকে সকলে বুঝলে আর আশা নেই কিন্তু চলল যমে ডাক্তারের লড়ালড়ি আজ শ্রাবণ পূর্ণিমার রাত, আকাশ স্তব্ধ লেগেছে রাখিবন্ধনের লগ্ন সন্ধ্যা থেকেই সকলে জানত আজ তাঁর জীবনসংশয় ডাক্তারদের অনেকগুলো গাড়ি নিঝুম দাঁড়িয়ে আছে উঠোনে রুগির ঘরে আলো জ্বলছে লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে যেন একটা থমথমে ছায়া পড়েছে বাড়ির চারদিক ঘিরে চাঁদের আলোও যেন ম্লান এরইমধ্যে কখন একটু তন্দ্রা এসেছিল এমন সময় সুধাকান্ত ও রানী এসে বললে বৌদি, চলুন বুঝলুম কেন এ ডাক কিন্তু জিজ্ঞাসা করবার সাহস নেই বুঝলুম, মহাপুরুষ আজ মহাপ্রয়াণের পথে আজ তাঁর মৃত্যুর সঙ্গে রাখিবন্ধনের লগ্ন
Writer(s): Sukanta Bhattachariya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out