Lyrics

একদা নামিবে সন্ধ্যা, বাজিবে আরতিশঙ্খ অদূর মন্দিরে বিহঙ্গ নীরব হবে, উঠিবে ঝিল্লির ধ্বনি অরণ্য-গভীরে সমাপ্ত হইবে কর্ম, সংসার-সংগ্রাম-শেষে জয়-পরাজয় আসিবে তন্দ্রার ঘোর পান্থের নয়ন-'পরে ক্লান্ত অতিশয় দিনান্তের শেষ আলো দিগন্তে মিলায়ে যাবে ধরণী আঁধার সুদূরে জ্বলিবে শুধু অনন্তের যাত্রাপথে প্রদীপ তারার শিয়রে শয়ন-শেষে বসি যারা অনিমেষে তাহাদের চোখে আসিবে শ্রান্তির ভার নিদ্রাহীন যামিনীতে স্তিমিত আলোকে ওগো মৃত্যু, সেই লগ্নে নির্জন শয়নপ্রান্তে এসো বরবেশে আমার পরান-বধূ ক্লান্ত হস্ত প্রসারিয়া বহু ভালোবেসে ধরিবে তোমার বাহু, তখন তাহারে তুমি মন্ত্র পড়ি নিয়ো রক্তিম অধর তার নিবিড় চুম্বন দানে পাণ্ডু করি দিয়ো
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out