Lyrics

ছেলেটা রাস্তায় চান করছে আমি খুঁজে পাই আমার গান ছেলেটা রাস্তায় চান করছে এক মুখ সাবান ছেলেটার খয়েরী শরীর ধুয়ে ফেলছে দুর্দশা ধুয়ে ফেলছে কষ্ট কান্না ধুয়ে ফেলছে হতাশা ছেলেটা হিন্দু না খ্রিশ্চান? নাকি ছেলেটা মুসলমান? আরও অনেক শরীরের সঙ্গে মিলে মিশে একটাই সাবান ছেলেটা রাস্তায় চান করছে সারা শরীর হাসছে তার আরও একটা দিনের জন্য সে হবেই পরিষ্কার ছেলেটা রাস্তায় চান করছে গলির মোড়ে যানজট চান করতে করতে নেচে উঠছে কিসের কি সংকট? ছেলেটাকে লাগে যে ফর্সা সাবানের ফেনায় ফর্সা হয়ে যাচ্ছে পাঁজর আরও ফর্সা হৃদয় পাঁজরের নিচের কান্না সে তো পরোয়া করে না আছে রাস্তার কলের চান চান চলবে দু'বেলা ছেলেটা চান করতে করতে হঠাৎ প্রাণ খুলে গায় কংক্রিটের শহর হঠাৎ সবুজ হয়ে যায় ছেলেটা, ছেলেটা, ছেলেটা ছেলেটা প্রায় উলঙ্গ নেই কোন পরোয়া তার দেখে যায় বিকেলের কোলকাতা করে না কারো লজ্জা একরাশ বেপরোয়া শরীর বিকেলের আলোয় ঝলমল ভেসে যায় ভালোবাসায় আমার রাস্তার কল আমিও শালীনতা ভুলে আরও একটু এগিয়ে যাই ছেলেটা চান করতে করতে মুচকি হাসে তাই ছেলেটা চান করতে করতে কুড়িয়ে নেয় তার সাবান আমিও হঠাৎ করে কুড়িয়ে পাই আমার গান ছেলেটা রাস্তায় চান করছে আমি খুঁজে পাই আমার গান প্রণাম জানাই শহরকে কোলকাতা সেলাম
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out