Lyrics

গোবিন্দকে মেরেছে তার মালিক গোবিন্দ কাঁদছে রাস্তায় গোবিন্দর পাশে একটা শালিক গোবিন্দকে সাহস যোগায় একটু পরেই কান্না ভুলে যাবে ভুলে যাবে কালশিটে ছোট ছোট হাত-পা শালিক পাখি আর গোবিন্দকে নিয়ে হাসবে আবার আমার কলকাতা কষ্ট, বড় কষ্ট এ শহরে কষ্ট যায় হারিয়ে সহজেই হাজার বার মরলে পরেও আসবো ফিরে ফিরে আমি আসবো ফিরে এখানেই, এখানেই নামে ঝড়, নামে বৃষ্টি, ভেঙে যায় গাছপালা ভেসে যায় আমার শহর শালিক হারিয়ে ফেলে তার রাতের আস্তানা ভিজে জবজবে, সর্দিজ্বর গোবিন্দর দু'টো হাত, আছে kerosene-এর stove শুকিয়ে যায় শালিকের গা শালিক পাখি আর গোবিন্দ যে তাই কোনো বিপদকে ভয় পায় না আর কষ্ট, বড় কষ্ট এ শহরে কষ্ট যায় হারিয়ে সহজেই হাজার বার মরলে পরেও আসবো ফিরে ফিরে আমি আসবো ফিরে এখানেই, এখানেই কষ্ট, বড় কষ্ট এ শহরে কষ্ট যায় হারিয়ে সহজেই হাজার বার মরলে পরেও আসবো ফিরে ফিরে আমি আসবো ফিরে এখানেই, এ শহরেই
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out