Lyrics

আপনি জানতেন অবরোধ হয় মেয়েদের জন্য অবরোধ নয় অবরোধ খোলা, প্রতিরোধ তোলা লেখাপড়া শেখা, খোলা মনে দেখা যেভাবে আপনি দেখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শালীনতা থাক, অবরোধ যাক গ্রামের মেয়েটা সাহস পাক বই তুলে নেয়া, স্কুলে নাম দেয়া বিজ্ঞানে যাওয়া, এগোতেই চাওয়া যেভাবে আপনি এগিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ জন্মের সাল রংপুর এ হলো নতুন সকাল কলমের কালি পাতালো মিতালী গদ্য আর পদ্য লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেয়েদের স্কুল, ডুমুরের ফুল সে ফুলের টানে বাতাস আকুল কাহিনী লেখিকা, প্রবন্ধটাও যুক্তি তর্কে কলমখানাও আপনি শানিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৯৩২ বিদায় হঠাৎ কাঁদছিলো দিন, কাঁদছিলো রাত বাঙালি কি সেদিন কেঁদেছেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সৈয়দপুরে তার শেষের মাটি বাঙালি মেয়ের দুর্গ-ঘাঁটি সে ঘাঁটিতে থাকা তাকে মনে রাখা মনে রাখা পথ, পথের শপথ যেভাবে তিনি শিখিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out