Lyrics

জানান দিচ্ছে এই মেয়েটা সরল একটা গাঁয়ের মেয়ে নিজের মাটি আঁকড়ে ধরে করছে লড়াই বিচার চেয়ে জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক, আপত্তি নেই ধানই ফলুক ধানের ক্ষেতে জানান দিচ্ছে এই মেয়েটা সরল একটা গাঁয়ের মেয়ে নিজের মাটি আঁকড়ে ধরে করছে লড়াই বিচার চেয়ে জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক, আপত্তি নেই ধানই ফলুক ধানের ক্ষেতে জানান দিচ্ছে জমির লড়াই শ্যামল বরন মানুষগুলো পথ কেটেছে পথ দেখাতে উড়ছে হাওয়ায় যুগের ধুলো জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক, আপত্তি নেই ধানই ফলুক ধানের ক্ষেতে জানান দিচ্ছে এই ছেলেটা যাচ্ছে পড়তে মাদ্রাসাতে নন্দীগ্রামের সব মিছিলে হাত রাখে সে তোমার হাতে জানান দিচ্ছে এই ছেলেটা যাচ্ছে পড়তে মাদ্রাসাতে নন্দীগ্রামের সব মিছিলে হাত রাখে সে তোমার হাতে জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক, আপত্তি নেই ধানই ফলুক ধানের ক্ষেতে জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক, আপত্তি নেই ধানই ফলুক ধানের ক্ষেতে জানান দিচ্ছে খেঙরা ঝ্যাঁটা মঞ্জু রানির হাতেই ধরা রুখবে হানা যে করে হোক কিসের জন্যে আপস করা জানান দিচ্ছে খেঙরা ঝ্যাঁটা মঞ্জু রানির হাতেই ধরা রুখবে হানা যে করে হোক কিসের জন্যে আপস করা জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক, আপত্তি নেই ধানই ফলুক ধানের ক্ষেতে জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক, আপত্তি নেই ধানই ফলুক ধানের ক্ষেতে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out