Lyrics

জানি না কী বাম, কাকে বলে ডান মতবাদে আর টিকছে না প্রাণ আপস না করে ক'জন আছে অনাপসি সংগ্রামের সময়ে মমতা আছে, মমতা আছে জানি না কী বাম, কাকে বলে ডান মতবাদে আর টিকছে না প্রাণ আপস না করে ক'জন আছে অনাপসি সংগ্রামের সময়ে মমতা আছে, মমতা আছে তিরিশ বছর উচ্ছিষ্টের পাহাড়ে উঠতে হয়রান ঢের দল সন্ত্রাস তুরুপের তাস গ্রামের রক্তে শাসক বাঁচে তিরিশ বছর উচ্ছিষ্টের পাহাড়ে উঠতে হয়রান ঢের দল সন্ত্রাস তুরুপের তাস গ্রামের রক্তে শাসক বাঁচে নির্যাতনের বিরুদ্ধে দেখি মমতা আছে, মমতা আছে সিঙ্গুর-নন্দীগ্রামের কান্না শাসকের ঘরে চড়েছে রান্না পাত পেড়ে খায়, ভিক্ষেও চায় যারা শাসকের সভায় নাচে সিঙ্গুর-নন্দীগ্রামের কান্না শাসকের ঘরে চড়েছে রান্না পাত পেড়ে খায়, ভিক্ষেও চায় যারা শাসকের সভায় নাচে "মা মাটি মানুষ" শ্লোগানে শ্লোগানে মমতা আছে, মমতা আছ পরোয়া করি না কারা দেবে গাল বাম সরকারি দয়ার কাঙাল পায়ে পায়ে ঘোরে মতবাদ ধরে তৈরি সকলে একই ছাঁচে পরোয়া করি না কারা দেবে গাল বাম সরকারি দয়ার কাঙাল পায়ে পায়ে ঘোরে মতবাদ ধরে তৈরি সকলে একই ছাঁচে এই দাসত্ব ঘোচানোর ডাকে মমতা আছে, মমতা আছে জানি না কী বাম, কাকে বলে ডান মতবাদে আর টিকছে না প্রাণ আপস না করে ক'জন আছে অনাপসি সংগ্রামের সময়ে মমতা আছে, মমতা আছে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out