Lyrics

ওরা নন্দীগ্রামের ইজ্জত নিল, সিঙ্গুর এর নিল মাটি ওরা ভেবেছে বাংলা ওদের বাপের, তালুক ওদের ঘাঁটি আমি তাপসীর নামে গাইছি এ গান, চাইছি ওদের শেষ বাংলা ওদের চায় না, আসলে এটা আমাদের দেশ ওরা নন্দীগ্রামের ইজ্জত নিল, সিঙ্গুর এর নিল মাটি ওরা ভেবেছে বাংলা ওদের বাপের, তালুক ওদের ঘাঁটি আমি তাপসীর নামে গাইছি এ গান, চাইছি ওদের শেষ বাংলা ওদের চায় না, আসলে এটা আমাদের দেশ ওরা তিরিশ বছর সন্ত্রাস আর ভয়ের রাজ্যপাট ওরা যখন তখন রক্তে ভাসাল বাংলার তল্লাট ওরা পুলিশের বাপ, লাল অভিশাপ, ওরা চাইলেই হলো ওরা জপে শুধু নাম, ভণ্ডামি ধাম, যে পারো বখরা তোলো ওরা তিরিশ বছর সন্ত্রাস আর ভয়ের রাজ্যপাট ওরা যখন তখন রক্তে ভাসাল বাংলার তল্লাট ওরা পুলিশের বাপ, লাল অভিশাপ, ওরা চাইলেই হলো ওরা জপে শুধু নাম, ভণ্ডামি ধাম, যে পারো বখরা তোলো ওরা সেঁধিয়ে গিয়েছে সাপের মতোই গ্রামে-গ্রামে, ঘরে-ঘরে ওই নাম শুনলেই ভয় হয় আর বিশ্রী ঘেন্না করে ওরা নন্দীগ্রামের ইজ্জত নিল, সিঙ্গুর এর নিল মাটি ওরা ভেবেছে বাংলা ওদের বাপের, তালুক ওদের ঘাঁটি আমি তাপসীর নামে গাইছি এ গান, চাইছি ওদের শেষ বাংলা ওদের চায় না, আসলে এটা আমাদের দেশ আমি বাম-ডান আর বুঝি না, বন্ধু, বুঝি শুধু সাফ কথা এসো একবার সব পাল্টাও, আনো বাংলায় অন্যথা আমি বাম-ডান আর বুঝি না, বন্ধু, বুঝি শুধু সাফ কথা এসো একবার সব পাল্টাও, আনো বাংলায় অন্যথা একজোট হয়ে প্রতিরোধ হোক, হোক শেষ সংগ্রাম মুক্ত সকালে নিশানের হবে 'তাপসী মালেক' নাম একজোট হয়ে প্রতিরোধ হোক, হোক শেষ সংগ্রাম মুক্ত সকালে নিশানের হবে 'তাপসী মালেক' নাম মুক্ত সকালে নিশানের হবে 'তাপসী মালেক' নাম মুক্ত সকালে নিশানের হবে 'তাপসী মালেক' নাম
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out