Lyrics

অজয় বাগদি ঝুলছে দেখ মরুদ্যানের কয়েদখানায় দড়ি জোগায় পার্টি-পুলিশ, তারাই গণতন্ত্র বানায় নন্দীগ্রামের গান শুনলেই মাওবাদী আর তেলেঙ্গানা কবীর সুমন গান বেঁধেছে, বাঁধবি কাকে কয়েদখানা? অজয় বাগদি ঝুলছে দেখো মরুদ্যানের কয়েদখানায় দড়ি জোগায় পার্টি-পুলিশ, তারাই গণতন্ত্র বানায় নন্দীগ্রামের গান শুনলেই মাওবাদী আর তেলেঙ্গানা কবীর সুমন গান বেঁধেছে, বাঁধবি কাকে কয়েদখানা? একনলা নয়, দো'নলা নয়, নেহাৎ কিছু গানের সুরে মাও-কবীরের দোহার এখন, লিরিক-বারুদ দিচ্ছে পুড়ে অজয় বাগদি জেলার ছেলে, বাগদি-ছেলের জ্যান্ত বুকে নন্দীগ্রামের খবর এখন হাওয়ার সঙ্গে যাচ্ছে ঢুকে তন্ত্র-গণ-তন্ত্র-গণ, মন্ত্র-গণ-সংসদীয় অজয়, তোমার ভোটটা এবার পাচ্ছে কারা, বাতলে দিও তন্ত্র-গণ-তন্ত্র-গণ, মন্ত্র-গণ-সংসদীয় অজয়, তোমার ভোটটা এবার পাচ্ছে কারা, বাতলে দিও গানগুলো কি কালাশনিকভ? গানগুলো কি অন্তর্ঘাত? বাগদি-ঘরের ছেলে অজয়, প্রসন্ন নয় তোমার বরাত বরাত ভালো আমার বরং, বর্ণহিন্দু শহুরে প্রাণ চাটুজ্যেটা কবীর হলেও শ্রেণির গন্ধ আমার এ গান জেহাদ ডাকছি, অজয়, শোনো, হামলা বলো বিদ্রোহীরা আমার গিটার কালাশনিকভ, হোক না বুড়ো আমার শিরা জেহাদ ডাকছি, অজয়, শোনো, হামলা বলো বিদ্রোহীরা আমার গিটার কালাশনিকভ, হোক না বুড়ো আমার শিরা বদলা নেবো গানেই আমি, কলির সন্ধ্যে এই তো সবে পরের বারে দেখবি আমার বাগদি-ঘরেই জন্ম হবে বদলা নেবো গানেই আমি, কলির সন্ধ্যে এই তো সবে পরের বারে দেখবি আমার বাগদি-ঘরেই জন্ম হবে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out