Lyrics

এখনো তাহলে হারায়নি প্রতিবাদ এখনো তাহলে বেঁচে আছে প্রতিরোধ সংহতি দিলো দূর করে অবসাদ শুরু হলো তবে এ যুগের শোধবোধ কাস্তে-ধানের অঙ্গীকারে আজও মাটির সুজন মানুষরা দেয় ডাক বাজো, হৃদয়ের ধুকপুক, জোরে বাজো তাপসী মালিক এই গানেই বেঁচে থাক কেমন ছিল সেই মেয়েটা পোড়ার আগে? কারা মেরেছিল তাকে, মেরেছিল কেন? গিটার আমার গড়গড় করে রাগে দাবানল হতে চাইছে হৃদয় যেন এখানে হাজার, ওখানে হাজার বার আর কোনখানে ২৩ হাজার নেবে শাসক, তুমি একর কাড়তে পারো প্রতিরোধ তুলে মানুষ জবাব দেবে জবাব দিচ্ছে সিঙ্গুর-নন্দীগ্রাম শাঁখের আওয়াজ আজানে যাচ্ছে মিশে Barricade তুলে বিশু আর আসলাম শাসক, তোমার লালসা মিটবে কীসে? দেখো বন্ধুরা, গাঁয়ের মেয়েরা আসে হাতে আঁশবটি, বুকে শপথের ডাক মেয়েরা কিন্তু লড়তেও ভালোবাসে তাদের লড়াই এই গানে বেঁচে থাক তাদের লড়াই এই গানে বেঁচে থাক তাদের লড়াই এই গানে বেঁচে থাক
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out