Listen to Tor Apon Jone Charbe Tore by Anontyo

Tor Apon Jone Charbe Tore

Anontyo

Indian Folk

Lyrics

তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না ও তোর আশালতা পড়বে ছিঁড়ে হয়তো রে ফল ফলবে না ও তোর আশালতা পড়বে ছিঁড়ে হয়তো রে ফল ফলবে না হয়তো রে ফল ফলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না আসবে পথে আঁধার নেমে তাই বলেই কি রইবি থেমে আসবে পথে আঁধার নেমে তাই বলেই কি রইবি থেমে ও তুই বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না ও তুই বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না হয়তো বাতি জ্বলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে তোরে বারে বারে ঠেলতে হবে হয়তো দুয়ার টলবে না তোরে বারে বারে ঠেলতে হবে হয়তো দুয়ার টলবে না হয়তো দুয়ার টলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out