Listen to Hey Mor Chitto Purno Tirthe by Anontyo

Hey Mor Chitto Purno Tirthe

Anontyo

Indian Folk

1 Shazams

Lyrics

হে মোর চিত্ত হে মোর চিত্ত, পূর্ণ তীর্থে জাগো রে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগো রে ধীরে হেথায় দাঁড়ায়ে হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্ধন করি তাঁরে ধ্যানগম্ভীর এই যে ভূধর নদীজপমালাধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগো রে ধীরে কেহ নাহি জানে কেহ নাহি জানে কার আহবানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এল কোথা হতে সমুদ্রে হল হারা কত মানুষের ধারা হেথায় আর্য হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন শকহুনদল পাঠান মোগল এক দেহে হল লীন পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে জাগো রে ধীরে এসো হে আর্য এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খৃস্টান হিন্দু মুসলমান এসো ব্রাক্ষ্মণ এসো ব্রাক্ষ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার এসো হে পতিত, করে অপনীত সব অপমানভরা মার অভিষেকে এসো এসো ত্বরা মঙ্গলঘট হয় নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে জাগো রে ধীরে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out