Lyrics

প্রথম যুগের উদয়দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এল যবে প্রকাশপিয়াসি ধরিত্রী বনে বনে শুধায়ে ফিরিল সুর খুঁজে পাবে কবে প্রথম যুগের উদয়দিগঙ্গনে এসো এসো সেই নব সৃষ্টির কবি নবজাগরণযুগপ্রভাতের রবি গান এনেছিলে নব ছন্দের তালে তরুণী উষার শিশিরস্নানের কালে আলো-আঁধারের আনন্দবিপ্লবে প্রথম যুগের উদয়দিগঙ্গনে সে গান আজিও নানা রাগরাগিণীতে শুনাও তাহারে আগমনীসংগীতে যে জাগায় চোখে নূতন দেখার দেখা যে জাগায় চোখে নূতন দেখার দেখা যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে বননীলিমার পেলব সীমানাটিতে যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে বননীলিমার পেলব সীমানাটিতে বহু জনতার মাঝে অপূর্ব একা যে জাগায় চোখে নূতন দেখার দেখা অবাক আলোর লিপি যে বহিয়া আনে নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে নব পরিচয়ে বিরহব্যথা যে হানে বিহ্বল প্রাতে সংগীতসৌরভে দূর-আকাশের অরুণিম উৎসবে প্রথম যুগের উদয়দিগঙ্গনে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out