Lyrics

সুরের আগুন লাগিয়েছিলে তোমার পূজার ছলে তোমার সুরের ধারার প্রকাশ, হৃদয় কূলে কূলে এ কূল ও-কূল ভাসালো গান, বললো বিজন ঘরে কেউ যদি না আসে তবে একলা চলো রে পথে পথে পাথর ভাঙা, ঝরনা ঝরা বাণী লাগালো আলো কোন চোখে এক রাজেন্দ্র নন্দনী? রাজার মেয়ে একদিন ফের ভুলিয়ে দিল শোক যেদিন সবাই দেখলো মেয়ের কালো হরিণ চোখ কালো চোখের সেই মেয়েটি তোমার মাটির কন্যা এক গণ্ডূষ জলেই ভাসায় অথৈ সাগর বন্যা বানের মাতন মনেও লাগে ভরিয়ে ঊষর প্রাণ প্রহর কাটে শুধুই গেয়ে গানের পরে গান গানে গানে বাঁধন টুটে, ভাঙে পাষাণ কারা হাজার নমস্কারে জ্বলুক রজনীর শেষ তারা ছুটির বাঁশি বাজলো যে ওই কান্নাহাসির দোলে রাখো তোমার জীবনধারায়, রাখো তোমার কোলে জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণকিরণ রূপে জননী, তোমার করুণ চরণখানি জননী, তোমার মরণহরণ বাণী জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে জননী, তোমার করুণ চরণখানি তোমারে নমি হে সকল ভুবন-মাঝে তোমারে নমি হে সকল জীবন-কাজে তোমারে নমি হে সকল ভুবন-মাঝে তোমারে নমি হে সকল জীবন-কাজে তনু মন ধন করি নিবেদন আজি তনু মন ধন করি নিবেদন আজি ভক্তিপাবন তোমার পূজার ধূপে জননী, তোমার করুণ চরণখানি জননী, তোমার করুণ চরণখানি
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out